হোম আমাদের সম্পর্কে জেলা বিচার বিভাগের ইতিহাস
সাতক্ষীরা জেলাঃ
সাতক্ষীরার নামকরণ নিয়ে নানা জনের নানা মত রয়েছে। নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্ররে র্কমচারী ছিলেন বিষ্ণুরাম চক্রবর্তী। তিনি নিলামে “বুঢ়ন” পরগণা ক্রয় করনে৷ বুঢ়নরে আরকে নাম বৃদ্ধদ্বীপ৷ বুঢ়নদ্বীপ ক্রয়রে পর তিনি বর্তমান পুরাতন সাতক্ষীরা সাতঘরিয়া গ্রামে বসবাস শুরু করনে। অনেকের ধারণা সাতঘরয়িা থেকে সাতক্ষীরা নামের উপত্তি হয়েছে। সাতক্ষীরার মহকুমার প্রকৃত জন্ম হয় ১৮৫২ সালের যশোর জেলার চতুর্থ মহকুমা হিসাবে। নদীয়া , চব্বিশ পরগণা, কলকাতা, যশোর, খুলনা এ পাঁচটি জেলা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত হয়। সাতক্ষীরা মহকুমা এ প্রসেডিন্সেি ভুক্ত ছিল।১৭৮৬ সালে যশোর জেলা করা হয় এবং ১৮৬১ সালে সাতক্ষীরাকে মহকুমার মর্যদা দিয়ে যশোর জেলার অধীন্ত করা হয়৷ মুলত এ অঞ্চলের নীল বিদ্রোহ দমন এবং জমিদারদের অত্যাচারে কৃষকদরে মধ্যে বিদ্রোগ দেথা দিলে সাতক্ষীরাকে প্রশাসনকি মহাকুমা করা হয়৷ ১৮৮২ সালরে এপ্রলি মাসরে ২৫ তারখিে খুলনা জেলা করা হলে সাতক্ষীরা খুলনার অধনিস্ত মহাকুমা করা হয়৷ অবশষেে ১৯৮৪ সালে সাতক্ষীরা জেলা গঠতি হয়৷ বিশিষ্ট্য শিক্ষাবিদ খান বাহাদুর আহছানউল্লা, কথা সাহত্যিকি মোহাম্মদ ওয়াজেদ আলী, কবি সকিান্দার আবু জাফর, খ্যাতিমান ক্রিকটার মোঃ মোস্তাফজিুর রহমান এবং সৌম্য সরকারের জন্মস্থান সাতক্ষীরা জেলায়। সাতক্ষীরা জেলার চিংড়ি ‘‘সাদা সোনা’’ হিসাবে বিখ্যাত।
জেলা ও দায়রা জজ আদালতঃ
র্পূবে সাতক্ষীরা জেলায় শুধু মুনসেফ র্কোট ছিল। সাতক্ষীরা তখন খুলনা জেলার মহাকুমা ছিল। সাতক্ষীরা জেলার সাব জজ আদালত খুলনা জেলায় অবস্থতি ছিল। পরর্বতীতে ১৯৮৪ সালরে সেপ্টেম্বরে সাতক্ষীরা জেলার জেলা জজ আদালতের র্কাযক্রম শুরু হয়। সাতক্ষীরার প্রথম জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেন জনাব নূর উদ্দীন আহমদে৷ র্বতমানে জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব চাঁদ মোহাম্মদ আবদুল আলীম আল রাজি।
পহলো নভম্বের ২০০৭ সালে সাতক্ষীরা চীফ জুডসিয়িাল ম্যাজস্ট্রিটে আদালত প্রতষ্ঠিতি হয়৷ ০১/১১/২০০৭ তারিখে ১৭,৭৮৯টি মামলা নিয়ে অত্র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর যাত্রা শুরু হয়৷ র্বতমানে ১২,৯৭৩টি মামলা বিচারাধীন আছে। প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলনে জনাব রানু বলিকসি বানু৷ র্বতমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন জনাব এসএম আশিকুর রহমান মহোদয়।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চীফ জুডসিয়িাল ম্যাজিস্ট্রেট বিল্ডিং সহ ০২(দুই)টি বিল্ডিং রয়েছে।