চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

এসএম আশিকুর রহমান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,সাতক্ষীরা
জনাব এসএম আশিকুর রহমান গত ২৯ নভেম্বর ২০২৩ তারিখে সাতক্ষীরা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩০৯৬। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা নড়াইল। ইতোপূর্বে তিনি খুলনা জেলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে জে.টি.আই., মিলিটারি ট্রেইনিং ডিরেক্টোরেট, ভুমি জরীপ ও রেকর্ড অধিপ্তর-এ বিভিন্ন প্রশিক্ষণ এবং দেশের বাইরে Western Sydney University, Australia, National Judicial Academy, Bhopal and Judicial Academy of Jharkhand, India- তে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়া, ভারত দেশসমূহ ভ্রমন করেছেন।